News71.com
 Bangladesh
 20 Oct 24, 08:48 PM
 34           
 0
 20 Oct 24, 08:48 PM

ফরেক্স রিজার্ভ বাড়ছে॥ স্থিতিশীলতার আশ্বাস দিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

ফরেক্স রিজার্ভ বাড়ছে॥ স্থিতিশীলতার আশ্বাস দিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা মজুদ বা ফরেক্স রিজার্ভ পর্যায়ক্রমে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রবিবার এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আগের সরকারের সময় যে রিজার্ভ মাসে ১৩০ কোটি ডলার করে কমছিল- এখন সেটা ইতিবাচক ধারায় ফিরেছে। এরমধ্যেই সার ও বিদ্যুতের দেনা পরিশোধে প্রচুর টাকা দেওয়া হয়েছে। এছাড়া ও আদানি-শেভরনকেও বকেয়া টাকা দেওয়া হয়েছে। সবার দেনাটা কিছুটা কমিয়ে আনা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও অন্যান্য জরুরি সেবা বাবদ সরকারের কাছে ২৫০ কোটি ডলারের পাওনা জমে বিভিন্ন প্রতিষ্ঠানের। গত দুই মাসে, কেন্দ্রীয় ব্যাংক ১৮০ কোটি ডলার পরিশোধ করে এই বকেয়া মাত্র ৭০ কোটি ডলারে নামিয়ে এনেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিজার্ভ গণনা পদ্ধতি বিপিএম৬ অনুসারে, গত ৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ছিল ১ হাজার ৯৮২ কোটি ডলার, আর গ্রস বা মোট রিজার্ভ ছিল ২ হাজার ৪৯৭ কোটি ডলার। গভর্নর বলেন, আমাদের লক্ষ্য, আগামী দুই মাসের মধ্যে দেনা শুন্যে নামিয়ে আনা। এতে আমরা সফল হলে বাজারে তারল্য আরো বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন