News71.com
 Bangladesh
 21 Nov 24, 08:51 PM
 11           
 0
 21 Nov 24, 08:51 PM

সাবেক প্রধানমন্ত্রীপূত্র জয়কে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান॥

সাবেক প্রধানমন্ত্রীপূত্র জয়কে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান॥

 

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের মাধ্যমে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের মামলায় সাত বছর কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালতে হাজির হয়ে আপিলের শর্তে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে এ মামলায় সাজা বাতিলের আবেদন করেন তিনি। এ বিষয়ে পরে শুনানি হবে বলে জানান তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় শফিক রেহমানের সাজা আপিলের শর্তে এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের জন্য প্রয়োজনীয় নকল সরবরাহের আবেদন করেন। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের (রিকল) আবেদন করেন তিনি। আদালত তার সেই আবেদন মঞ্জুর করেন। এ মামলায় গত ২৯ সেপ্টেম্বর দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আপিল করে ৩ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন