নিউজ ডেস্কঃ আগামী ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের দ্বিতীয় ফেইজের কাজ শেষ হবে এবং ২০৩০ সাল থেকে বাণিজ্যিকভাবে মাদার ভেসেল জাহাজ চলাচল শুরু করবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে সোমবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাখাওয়াত হোসেন বলেন, ইতোমধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রথম ফেইজের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী ২০২৯ সালের মধ্যে দ্বিতীয় ফেইজের কাজ শেষ হবে। এরপর ২০৩০ সাল থেকে বাণিজ্যিকভাবে জাহাজ মাদার ভেসেল আসা-যাওয়া হবে। এখন চট্টগ্রাম বন্দরে সরাসরি মাদার যেতে পারে না, কিন্তু এখানে সরাসরি মাদার ভেসেল আসবে। এর জন্য দু'টি লম্বা টার্মিনাল তৈরি করা হচ্ছে। একত্রে ৪টি মাদার ভেসেল এখানে ডিসচার্জ করতে পারবে। এর আগে সকাল ১১টায় মাতারবাড়ীতে কোল পাওয়ারের প্রশাসনিক সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও সওজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাসভায় অংশ নেন উপদেষ্টা।