News71.com
 Bangladesh
 25 Oct 24, 11:13 AM
 26           
 0
 25 Oct 24, 11:13 AM

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না॥

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না॥

নিউজ ডেস্কঃ কেবল হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা বাদে এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান। তিনি বলেন, হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। হজের ব্যয় যতটা সম্ভব কমানো হবে। হজ প্যাকেজ এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে। সেখানে আপনারা দেখতে পাবেন ব্যয় কতটা কমানো হলো। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন, এর প্রেক্ষিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ লক্ষ্যে আন্দোলন হচ্ছে। আবার একটি রাজনৈতিক দল রাষ্টপ্রতির পদত্যাগের কারণে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে, এমন কথা বলছে। আবার তাদের নেতাদের মধ্যে এ বিষয়ে মতভিন্নতা রয়েছে। এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন