News71.com
 Bangladesh
 25 Oct 24, 11:15 AM
 36           
 0
 25 Oct 24, 11:15 AM

শুল্ক ছাড়াই আনা সাবেক এমপিদের ২৪টি বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু॥

শুল্ক ছাড়াই আনা সাবেক এমপিদের ২৪টি বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু॥

 

নিউজ ডেস্কঃ শুল্কমুক্ত সুবিধায় সাবেক ২৪ সংসদ সদস্যের আনা ২৪টি বিলাসবহুল গাড়ি নিলামের প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে ১৫টি নিলামে বিক্রির জন্য বন্দর কর্তৃপক্ষ বাই-পেপার কাস্টমসের কাছে হস্তান্তর করেছে। এসব গাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ২৮৮ কোটি টাকা।বন্দর সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদের ২৪ জন সদস্য শুল্কমুক্ত সুবিধায় ১৫টি ল্যান্ড ক্রুজারসহ এই ২৪টি গাড়ি আমদানি করেন। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন। ফলে সাবেক হয়ে পড়ায় এই ২৪ জন শুল্কমুক্ত সুবিধার সুযোগ নিতে পারেননি। ২৪টি গাড়ি গত ১৪ সেপ্টেম্বর বন্দরের কার শেডে আনা হয়। আইন অনুযায়ী ৩০ দিন, অর্থাৎ ১৪ অক্টোবরের মধ্যে আমদানিকারক গাড়ি ছাড় করেননি। এ কারণে কিছু প্রক্রিয়া শেষ করে নিলামের আয়োজন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন