News71.com
 Bangladesh
 18 Feb 16, 09:52 AM
 978           
 0
 18 Feb 16, 09:52 AM

স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ১৫ লাখ শ্রমিক রপ্তানীর লক্ষ্যে বংলাদেশ-মালয়েশিয়ার মধ্য চুক্তি।।

স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ১৫ লাখ শ্রমিক রপ্তানীর লক্ষ্যে বংলাদেশ-মালয়েশিয়ার মধ্য চুক্তি।।

নিউজ ডেস্ক : সহজ শর্তে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্য আজ সমঝোতা স্বারক ( MOU ) স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা নিজ সরকারের পক্ষে এ চুক্তি সবাক্ষর করেছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং জি-টু-জি ব্যবস্থার আওতায় আরো ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগে এমওইউ স্বাক্ষর করায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

চুক্তি স্বাক্ষর শেষে মালয়েশিয়ার সফররত মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রিওট আনেক জায়েম আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশি শ্রমিক নিয়োগে অব্যাহত সহযোগিতা দিয়ে যাওয়ার জন্যও প্রধানমন্ত্রী মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য জি-টু-জি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের প্রক্রিয়া বাস্তবায়নে তাঁর সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী মালয়েশীয় মন্ত্রীকে আশ্বস্ত করেন। তিনি বলেন, শ্রমিকদের যাবতীয় তথ্য সংরক্ষণে পুরোপুরি সিস্টেমেটিক ও অনলাইন ভিত্তিতে শ্রমিক নিয়োগ করা হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ার অর্থনীতিতে অবদান রাখছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ সরকার শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার পদক্ষেপ নিয়েছে।,নতুন এই চুক্তি দু’দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে মালয়েশিয়ার জনশক্তি মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য কৃষি ও ম্যানুফেকচারিংসহ বিভিন্ন খাত উন্মুক্ত করে দিতে যাচ্ছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।মালয়েশীয় পক্ষে উপস্থিত ছিলেন সে দেশের উপ-মহাসচিব (নীতি ও আন্তর্জাতিক) মোহা. সাহার দারুসমান ও শ্রম দফতরের মহাপরিচালক জেফরি বিন জোয়াকিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন