News71.com
 Bangladesh
 26 Oct 24, 06:05 PM
 55           
 0
 26 Oct 24, 06:05 PM

এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু কেউ গরিব মানুষের কথা ভাবছি না॥ অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য

এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু কেউ গরিব মানুষের কথা ভাবছি না॥ অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নিউজ ডেস্কঃ সকলেই সংস্কার নিয়ে কথা বলছি। আমরা উপরিকাঠামো নিয়ে কথা বলছি, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ভূমিহীন কৃষকের কী হবে, গার্মেন্ট কর্মীদের স্যালারি কত হবে এসব নিয়েও আমাদের ভাবতে হবে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)- আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক আয়োজনে করেছে। এই ধারাবাহিকতায় শনিবার (২৬ অক্টোবর) 'গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপঃ অর্থনৈতিক নীতিমালা প্রসঙ্গ' শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, এটা স্বাভাবিক কোনো সরকার নয়। মাত্র তিন মাস আগে এই সরকার এসেছে। রাষ্ট্রযন্ত্রের একটা ছেদ হয়েছে। যার কারণে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। আলোচনা হওয়া নীতিগুলোইতো দেড় দশক ধরে আলোচনা করে আসছি। সেগুলো দেড় দশকে কেন বাস্তবায়ন হলো না? তাদের কাছে প্রশ্ন, কেন আপনারা বাস্তবায়ন করতে পারলেন না? রাজনীতিবিদরা এখন ব্যবসায়ী আর আমলারা এখন রাজনীতিবিদ হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন