News71.com
 Bangladesh
 26 Oct 24, 06:13 PM
 37           
 0
 26 Oct 24, 06:13 PM

নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি॥ বিএনপিনেতা নজরুল ইসলাম খান

নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি॥ বিএনপিনেতা নজরুল ইসলাম খান

 

নিউজ ডেস্কঃ দ্রুত সংস্কার শেষ করে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে এক সমাবেশে দেশের পরিস্থিতি এবং একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারি পরিষদের উদ্যোগে সপ্তম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে এ গণসমাবেশ হয়।

নজরুল ইসলাম খান বলেন, ১৬ বছরের দীর্ঘ লড়াই এবং শেষ পর্যন্ত জুলাই-আগস্টের যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা একটা পূরণ হয়েছে সেটা হলো ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আরেকটা আকাঙ্ক্ষা হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা। এমনভাবে সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যাতে করে সেই গণতন্ত্র কেউ জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে। প্রকৃত গণতন্ত্র, জনগণের গণতন্ত্র সেরকম একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে যে সংস্কার যেখানে করা দরকার যত দ্রুত সেটা করে বাংলাদেশে জনগণের নির্বাচিত শাসন নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন