নিউজ ডেস্কঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৯ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। তিনি জানান, জামিনের শর্তে রয়েছে, সাক্ষীদের সঙ্গে দেখা করতে এবং হুমকি দিতে পারবেন না। গণমাধ্যমে কথা বলতে পারবেন না। যেখানে থাকবেন, সেখান থেকে বের হওয়া যাবে না, বিদেশে যেতে পারবেন না এবং পাসপোর্ট জমা থাকবে।২০১৯ সালের ১৬ অক্টোবর ওয়াহিদুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটিতে যুক্তিতর্ক চলছে। ২০১৯ সালের ০৪ মার্চ আদালত অভিযোগ আমলে নেন। ২০১৮ সালের ২৪ এপ্রিল বারিধারা থেকে ওয়াহিদুল হককে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।