News71.com
 Bangladesh
 30 Oct 24, 10:01 PM
 175           
 0
 30 Oct 24, 10:01 PM

চৌগাছায় সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা॥

চৌগাছায় সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা॥

 

নিউজ ডেস্কঃ যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের হামলায় আনিসুর রহমান (৫৫) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগনাথপুর গ্রামের (উত্তরপাড়ায়) বাড়ির পাশের মোড়ে একটি চায়ের দোকানে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বুধবার (৩০ অক্টোবর) সকালে তিনি মারা যান। মৃত আনিসুর রহমান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি জগনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। ২২ বছর আগে আনিসুরের ভাই সাবেক সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি আশরাফ হোসেন আশাকেও সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল। নিহত আনিসুর রহমানের মেজো ভাই পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমান জানান, ‘আমার ভাই একজন নিরীহ ও গ্রাম্য ডাক্তার, পুকুরে মাছের চাষ আছে’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন