নিউজ ডেস্কঃ বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী কার্তিক মাস প্রায় শেষের দিকে। সাধারণত এই সময় তাপমাত্রা কমে শীতের আবহ শুরু হয়। কিন্তু রাজধানীতে সেই প্রভাব দেখা যাচ্ছিল না। তীব্র তাপদাহ না থাকলেও গরমের অনুভূতি ছিল বেশ। তবে হঠাৎ রাজধানীতে শিলাবৃষ্টির দেখা মিলেছে। এতে গরমের অনুভূতি কমে কিছুটা স্বস্তি নেমেছে নগরজীবনে।মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন জায়গা বৃষ্টি হতে দেখা গেছে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ারও খবর পাওয়া গেছে। বৃষ্টির কারণে নগরীর তাপমাত্রা কিছুটা কমেছে। রাত ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় বজ্রপাতের খবর পাওয়া গেছে। রাতেও বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।