News71.com
 Bangladesh
 06 Nov 24, 09:49 PM
 40           
 0
 06 Nov 24, 09:49 PM

ডোনাল্ড ট্রাম্পকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন॥  

ডোনাল্ড ট্রাম্পকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন॥   

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (০৬ নভেম্বর) ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস এ অভিনন্দন জানান।ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন; আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত। ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মানে হলো, আপনার দূরদর্শী নেতৃত্ব ও দর্শন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়েছে। অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করে বলেন, আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন