News71.com
 Bangladesh
 07 Nov 24, 10:36 AM
 43           
 0
 07 Nov 24, 10:36 AM

খাদ‍্য নিরাপত্তা নিশ্চিতে দেড় লাখ টন চাল গম আমদানির সিদ্ধান্ত॥

খাদ‍্য নিরাপত্তা নিশ্চিতে দেড় লাখ টন চাল গম আমদানির সিদ্ধান্ত॥

নিউজ ডেস্কঃ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এক লাখ টন বাসমতি চাল এবং ৫০ হাজার টন গম আমদানি করবে সরকার। এছাড়া কৃষকের জন্য ৩০ হাজার টন সার ও টিসিবির মাধ্যমে বিক্রির জন্য ৫ হাজার টন চিনি কেনা হবে। আর আমদানি করা হবে দুই কার্গো এলএনজি গ্যাস। সচিবালয়ে বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এ কেনাকাটায় ব্যয় হবে ২ হাজার ১০৪ কোটি টাকা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা নিশ্চিত করেছি, চাল-গমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি। বিশেষ করে এ বছর রোজায় ডাল ও খেজুরের সমস্যা হবে না। আসন্ন রোজায় পণ্যের দাম না বাড়ে সে কারণে ছোলা, ডাল, চিনির তেল এবং খেজুর আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বেসরকারি পর্যায়ে আমদানি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশে কোন পণ্যের মজুত কতটুকু সেটি খতিয়ে দেখতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন