নিউজ ডেস্কঃ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের হাতে আটক ২০ বাংলাদেশি জেলেকে এখনো ফেরত দেয়নি। ফলে ওই জেলে পরিবারগুলোতে আহাজারি ও আতঙ্ক বিরাজ করছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনিক দপ্তরে ধরনা দিচ্ছেন তাদের আÍীয়স্বজনেরা। যেভাবে হোক সরকারের সহযোগিতায় যেন তারা অচিরেই দেশে ফিরে আসতে পারে সে কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। আটক জেলেরা টেকনাফের শাহপরীর দ্বীপসহ কক্সবাজারের বিভিন্ন এলাকার বলে জানা গেছে। তবে তাদের নাম-ঠিকানা পুরোপুরি জানা সম্ভব হয়নি। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহামদ জানান, আটক জেলেদের ফিরিয়ে আনতে আমাদের পক্ষ থেকে যোগাযোগ চলছে। আশা করি আগামীকাল নাগাদ তারা দেশে ফেরত আসবে।