নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের পথ ধরেই চট্টগ্রাম বন্দরে আরও চারটি টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকে ১ হাজার ২৩০ কোটি টাকায় নির্মিত টার্মিনালটি সৌদি কোম্পানিকে অপারেটর হিসেবে দেওয়া হয় মাত্র ২২০ কোটি টাকায়। এ অবস্থায় বিদেশি অপারেটর নিয়োগে বারবার দেশের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বন্দর সূত্রে জানা গেছে, যে চারটি টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ করার প্রক্রিয়া চলছে, সেগুলো হলো কনটেইনার টার্মিনাল-১ (বে টার্মিনাল), কনটেইনার টার্মিনাল-২ (বে টার্মিনাল) ও লালদিয়ার চর টার্মিনাল এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এসসিটি) ও ওভার ফ্লো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই)। এর মধ্যে বে টার্মিনালের কনটেইনার টার্মিনাল-১-এর জন্য জিটুজি ভিত্তিতে সিঙ্গাপুরের পিএসএ সিঙ্গাপুর (পোর্ট অব সিঙ্গাপুর অথরিটি); বে টার্মিনালের কনটেইনার টার্মিনাল-২-এর জন্য দুবাইয়ের ডিপিওয়ার্ল্ড (দুবাই পোর্ট অথরিটি) এবং লালদিয়ার চর প্রকল্প বাস্তবায়নে ডেনমার্কের সঙ্গে আলোচনা চলছে। এই তিনটি প্রকল্পে ট্রানজেকশন অ্যাডভাইজার হিসেবে আইএফসিকে নিয়োগ দেওয়া হয়েছিল। আইএফসি প্রকল্পের ইনসেপশন রিপোর্ট দাখিল করেছে। এ ছাড়া চতুর্থ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এসসিটি) ও ওভার ফ্লো কনটেইনার ইয়ার্ডটিতে দুবাইয়ের ডিপিওয়ার্ল্ডের সঙ্গে জিটুজি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে।