News71.com
 Bangladesh
 09 Nov 24, 09:34 PM
 20           
 0
 09 Nov 24, 09:34 PM

পুলিশ কমিশন জরুরি, এটা পুলিশের পক্ষ থেকে দাবী॥ সাখাওয়াত হোসেন

পুলিশ কমিশন জরুরি, এটা পুলিশের পক্ষ থেকে দাবী॥ সাখাওয়াত হোসেন

 

নিউজ ডেস্কঃ পুলিশ কমিশন গঠন করা জরুরি, এ দাবি পুলিশের পক্ষ থেকে এসেছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘পুলিশ বাহিনীকে রাজনৈতিক বলয়মুক্ত ও স্বচ্ছ বাহিনীতে রূপান্তর করতে চাইলে, কমিশন গঠনের মাধ্যমেই পুলিশ বাহিনীকে মানবিক করে তুলতে হবে। একজন সিনিয়র বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের মধ্যে কমিশনের সীমাবদ্ধ রাখতে হবে। পুলিশের নিয়োগ পক্রিয়া কমিশনের মাধ্যমে নিশ্চিত করতে হবে।’

শনিবার (৯ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট হলে ‘জনমুখী পুলিশ সেবা নিশ্চিতকল্পে পুলিশ কমিশন গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) চলমান জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ওপর গবেষণা উদ্যোগের একটি অংশ এই সেমিনার। মূলত জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের পুলিশ প্রশাসনে সংস্কারের প্রয়োজনীয়তার ভিত্তিতে এ আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন