News71.com
 Bangladesh
 10 Nov 24, 10:20 AM
 25           
 0
 10 Nov 24, 10:20 AM

বাজার স্থিতিশীল করতে হিলি স্থলবন্দর দিয়ে আসছে আলু॥

বাজার স্থিতিশীল করতে হিলি স্থলবন্দর দিয়ে আসছে আলু॥

 

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বাড়ছে। এই স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) ভারত থেকে ৭১ ট্রাকে আলু এসেছে ১ হাজার ৮১৮ টন। সর্বশেষ শনিবার ৭৪ ট্রাকে এসেছে ১ হাজার ৮৫৩ টন। এটি এই বন্দর দিয়ে এক দিনে সর্বোচ্চ আমদানি। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কেজিতে আলুর দাম কমেছে চার টাকা। এক দিন আগেও বন্দরে প্রকারভেদে আলু বিক্রি হয়েছে ৫৫-৫৭ টাকা, যা বর্তমানে কমে ৫১-৫৩ টাকা কেজি দরে নেমে এসেছে। দাম আরো কমতে পারে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা। দেশি আলুর সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই অস্থিতিশীল হয়ে উঠে আলুর দাম। দাম সহনীয় পর্যায়ে ও সরবরাহ স্বাভাবিক রাখতে আলু আমদানিতে শুল্ক কমিয়ে দেয় সরকার। গত ৫ সেপ্টেম্বর ২৫ শতাংশ থেকে শুল্ক কমিয়ে ১৫ শতাংশ ও নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেয়। এরপরও আমদানি শুরু হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন