News71.com
 Bangladesh
 12 Nov 24, 09:57 AM
 26           
 0
 12 Nov 24, 09:57 AM

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা॥

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা॥

 


নিউজ ডেস্কঃ সীমান্তের ওপারে উত্তেজনাকর পরিস্থিতিতে টিকতে না পেরে বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে ৮৪ জন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশ ঢুকে পড়েছে। এদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে। স্থানীয় প্রশাসন ও বিজিবি সূত্রে জানানো হয়েছে, সোমবার রাতের মধ্যেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে। আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন জানান, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি ও পুলিশ বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারীদের আটক করে আলীকদম উপজেলা সদরে নিয়ে এসেছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের উপজেলা মিলনায়তনে রাখা হয়। পুশব্যাকের জন্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিজিবির কাছে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা পর্যন্ত শিশু ও নারীসহ রোহিঙ্গা নাগরিকরা সেখানেই অবস্থান করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন