News71.com
 Bangladesh
 13 Nov 24, 09:27 AM
 30           
 0
 13 Nov 24, 09:27 AM

জীবিত স্বামীকে ‘মৃত দেখিয়ে’ পদচ‍্যুত প্রধানমন্ত্রীসহ ১৩০ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা॥

জীবিত স্বামীকে ‘মৃত দেখিয়ে’ পদচ‍্যুত প্রধানমন্ত্রীসহ ১৩০ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা॥

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বামী ‘নিহত’ হয়েছেন অভিযোগ করে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলার তিন মাস পর থানায় হাজির হলেন স্বামী। বললেন, এটি তার জন্য ‘দুর্ভাগ্যজনক’। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা আল আমিন তার বাবা ও দুই ভাইকে নিয়ে সোমবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমা থানায় হাজির হন। তার দাবি, তার অজান্তে স্ত্রী কুলসুম ঢাকার আদালতে তাকে ‘মৃত দেখিয়ে’ হত্যা মামলাটি করেছিলেন, যা এখন তদন্ত করছে সাভারের আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে এ নিয়ে সুরমা এলাকায় আলোচনা তৈরি হয়। সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন বলেন, জীবিত থাকার বিষয়ে আল আমিন থানায় বসে ভিডিওতে সবকিছু বলেছেন। হত্যা মামলাটি আশুলিয়া থানার তদন্তাধীন হওয়ায় তদন্ত কর্মকর্তা এসআই রাকিব মঙ্গলবার সকালে এসে তাকে নিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন