নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী কেমন বাংলাদেশ চায়- প্রশ্নে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ পাকিস্তান হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ বাংলাদেশের মত হবে। বাংলাদেশ হবে তারুণ্যসমৃদ্ধ ঐক্যবদ্ধ একটি দেশ।’ আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানীর লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের (বিবিসিসিআই) কার্যালয়ে তিনি এ কথা বলেছেন বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ চান জানিয়ে শফিকুর রহমান আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের দেশের রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষই করে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে, অবিচারে নয়। বারবার তাদের গালি দেওয়াকে ভালো মনে করি না’। নারীর জন্য কর্মঘণ্টা কমানোর কথা বলেছেন শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘নারীদের বাদ দিয়ে একটা সমাজ উন্নত হবে, এ চিন্তা বোকার স্বর্গে বসবাসের সমান। নারীরা যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সব পেশায় মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে অংশগ্রহণ করবেন। একজন পুরুষ আট ঘণ্টা কাজ করলে নারীদের জন্য ছয় ঘণ্টা কাজ করার সুযোগ দেওয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা পরিবার গঠন ও সন্তানের যত্ন নিতে পারেন’।