News71.com
 Bangladesh
 15 Nov 24, 10:38 PM
 14           
 0
 15 Nov 24, 10:38 PM

রাস উৎসব পালনে সুন্দরবনের দূবলার চরে ও কুয়াকাটায় তীর্থযাত্রীদের ঢল॥

রাস উৎসব পালনে সুন্দরবনের দূবলার চরে ও কুয়াকাটায় তীর্থযাত্রীদের ঢল॥

 

নিউজ ডেস্কঃ সুন্দরবনের দূবলার চর ও পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের শত শত বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। সুন্দরবনের দূবলার চরে শত শত ট্রলারযোগে হাজার হাজার পুণ্যার্থীরা ইতিমধ্যেই হাজির হয়েছেন। তাদের কোলাহল ও আগমনকে ঘিরে গোটা সুন্দরবনকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এছাডাও কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে পূর্ব দিকে দুই কিলোমিটার ও পশ্চিমে এক কিলোমিটার জায়গাজুড়ে লোকে লোকারণ্য। সকাল থেকেই সনাতন ধর্মের লোকেরা ধর্মীয় আচার পালন করার জন্য রাধাকৃষ্ণ মন্দির এবং আশপাশে আসন পেতে বসতে শুরু করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন