News71.com
 Bangladesh
 18 Nov 24, 09:56 AM
 28           
 0
 18 Nov 24, 09:56 AM

৩০ নভেম্বরের মধ্যেই দিতে হবে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব॥

৩০ নভেম্বরের মধ্যেই দিতে হবে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব॥

নিউজ ডেস্কঃ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব আগামী ৩০ নভেম্বরের মধ্যেই জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সিলগালা করা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৪। প্রসঙ্গত, দুর্নীতির লাগাম টানতে বছর বছর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এ বছর তা ৩০ নভেম্বরের মধ্যে দিতে বলেছে মন্ত্রণালয়। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, যা ২০০২-এ সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী পাঁচ বছর পরপর দেওয়ার বিধান করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন