News71.com
 Bangladesh
 19 Nov 24, 09:39 AM
 15           
 0
 19 Nov 24, 09:39 AM

বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি॥ দ্বিতীয় অবস্থানে ঢাকা

বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি॥ দ্বিতীয় অবস্থানে ঢাকা

 


নিউজ ডেস্কঃ শীত আসার আগেই গত কয়েক দিন ধরে ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। বায়ুদূষণের কারণে গত ১৫ নভেম্বর থেকে শহরের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে অফলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। তবে উন্নতি হচ্ছে না দিল্লির বায়ুমানের। বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৯৫ স্কোর নিয়ে কয়েক দিনের ধারাবাহিকতায় শীর্ষে রয়েছে দিল্লি। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসেও নেই স্বস্তির খবর। কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে মেগাসিটি ঢাকা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠেছে এসেছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ ছাড়া ২৩৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ২১১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ১৯৯।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন