News71.com
 Bangladesh
 19 Nov 24, 11:07 PM
 17           
 0
 19 Nov 24, 11:07 PM

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে॥ স্বরাষ্ট্র উপদেষ্টা

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে॥ স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌‌আন্দোলনের পরে নির্ধারিত সময়ে যেসব পুলিশ সদস্য কাজে যোগদান করেননি তাদের শাস্তি দেওয়া হবে। তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় আনা হবে। যাদের পাওয়া যাচ্ছে তাদের মাঝে মাঝে ধরা হচ্ছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে যেকোনো সমস্যায় থানায় যেতে পারে ও উপযুক্ত সেবা পায় থানার পরিবেশ ও কার্যক্রম সেভাবে রূপান্তর করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন