নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন তাকে মামলা থেকে খালাস দেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর আলতাফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের পর তার বিরুদ্ধে ২ দশমিক ৫৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ৫৯ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনে কমিশন। খালাস পাওয়ার পর আদেশের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, তাকে হয়রানির জন্য মামলা করা হয়েছিল। আদালত তাকে ন্যায়বিচার দিয়েছেন।