News71.com
 Bangladesh
 19 Nov 24, 11:15 PM
 23           
 0
 19 Nov 24, 11:15 PM

নুর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া॥

নুর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশসহ বিশ্বের সব দেশে শান্তিপূর্ণ সভা–সমাবেশের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সেই সঙ্গে কোনো বিক্ষোভই সহিংস পন্থায় দমন করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে করা একটি প্রশ্নের জবাবে ম্যাথু মিলার এ কথা বলেন।

মিলার বলেন, তাঁরা বিশ্বের সব দেশের মতোই বাংলাদেশের সরকারকেও এটি স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে এবং এমন বিক্ষোভ কোনো সরকারেরই সহিংস পন্থায় দমন করা উচিত নয়। সম্প্রতি আওয়ামী লীগের এক সমাবেশে বাধা, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর আক্রমণ, সাংবাদিকদের কারাগারে পাঠানো ও গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার বাতিল করা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ব্রিফিংয়ে মিলারের বক্তব্য জানতে চান একজন সাংবাদিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন