News71.com
 Bangladesh
 20 Nov 24, 10:55 PM
 10           
 0
 20 Nov 24, 10:55 PM

ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিতে পারবেন সকল পক্ষ॥

ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিতে পারবেন সকল পক্ষ॥

নিউজ ডেস্কঃ সংশোধিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ অধ্যাদেশে বাদী-বিবাদীদের জন্য আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের সুযোগ রাখা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা জানান। এদিন দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে ‘আন্তর্জাতিক ক্রাইমস (ট্রাইব্যুনাল) (অ্যামেন্টমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আসামিপক্ষ বা ডিফেন্স ফোর্স যে কেউ চাইলে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিতে পারবেন। এই আইনের নতুন একটি চমৎকার বিধান হয়েছে যে, পর্যবেক্ষক নিয়োগের বিধানের স্পষ্ট করা হয়েছে। আন্তর্জাতিক বা দেশি যে কোনো মানবাধিকার সংগঠন, যে কেউ চাইলে এই বিচারকাজ পর্যবেক্ষণ করতে পারবে। বিচারকাজ শুদ্ধ হচ্ছে কি না, সঠিকভাবে হচ্ছে কি না, তা উপস্থিত থেকে মনিটরিং করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন