নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের কৃতিত্ব কারো একার নয়, বিএনপিও দাবি করে না। তবে, গত ১৭ বছরে বিএনপি আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম উলিপুর উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, ৩১ দফা সংস্কার এখন আর বিএনপির একার সংস্কার নয়। যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল ৩১ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন, তার অনেক আগ থেকেই তারেক রহমান সংস্কারের ঘোষণা দিয়েছেন। আমরা আপনাদের সহায়তা করছি এবং করব। যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিck হবে, অতিসত্বর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে। তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে সংস্কারগুলোতে আমরা সহায়তা করব, কিন্তু যেখানে ঐক্যবদ্ধ হব...। কিন্তু আমরা আন্দোলন করা বিএনপিসহ ৫০ দল ঐক্যবদ্ধ থাকব। এখন সংস্কার কী হয় না হয় সেটি আমরা দেখব।