News71.com
 Bangladesh
 20 Nov 24, 11:04 PM
 4           
 0
 20 Nov 24, 11:04 PM

শিক্ষার্থীদের উসকানির ফাঁদে না পড়ার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের॥

শিক্ষার্থীদের উসকানির ফাঁদে না পড়ার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের॥

নিউজ ডেস্কঃ বিভিন্ন ইস্যুতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে বহিরাগত প্রবেশ করেছে উল্লেখ করে শিক্ষার্থীদের কোনো ধরনের উসকানির ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।আসিফ মাহমুদ বলেন, যখন সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করলেন, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টার আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিলেন। সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। শিক্ষার ব্যাপারে দাবি এমন দ্রুত বাস্তবায়ন সম্ভব নয়। সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা কনসালটেশন হয়েছিল। তিতুমীর কলেজের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে, সেটি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন অনুপ্রবেশকারীরা, আমরা দেখেছি, কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছুড়ে একটা বাচ্চার মাথা ফেটে গেছে। এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন