News71.com
 Bangladesh
 18 Feb 16, 11:06 AM
 1123           
 0
 18 Feb 16, 11:06 AM

চট্টগ্রামে ‘জীবননাশের শঙ্কা’য় আওয়ামিলীগের সভাপতির মহিউদ্দিনের বিরুদ্ধে সাংসদ লতিফের জিডি।।

চট্টগ্রামে ‘জীবননাশের শঙ্কা’য় আওয়ামিলীগের সভাপতির মহিউদ্দিনের বিরুদ্ধে সাংসদ লতিফের জিডি।।

নিউজ ডেস্ক: ‘জীবননাশের শঙ্কা’ প্রকাশ করে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সরকার দলীয় সংসদ সদস্য এম এ লতিফ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ১৬টি থানায় অনলাইনে এই জিডির আবেদন করার পর বন্দর থানায় সেটি নথিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার (বন্দর জোন) হারুনুর রশিদ হাজারী।

তিনি বলেন, “সমাবেশ থেকে তাকে (লতিফ) হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে নিরাপত্তা চেয়ে বিকালে অনলাইনে জিডিটি করেছেন।’’ অনলাইনে নগরীর ১৬ থানার জিডির কপি পাঠানো হলেও রাত পর্যন্ত বন্দর থানা ছাড়া বাকি থানাগুলোতে তা নথিবদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।

বন্দর থানায় ৮৭১ নম্বর জিডি হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানান থানার দায়িত্বরত এক কর্মকর্তা। এ বিষয়ে বলেন, ‍“যদি পুলিশ বলে থাকেন, তাহলে হয়েছে।”

জিডিতে এম এ লতিফ অভিযোগ করেন, ‘রাজনৈতিকভাবেত হেয় করতে’ মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীরা গত ১৫ ফেব্রুয়ারি নাগরিক মঞ্চের ব্যানারে লালদীঘি মাঠের এক সমাবেশ থেকে বক্তব্য দিয়ে যেকোন সময় হামলায় তার মৃত্যু হওয়ার ঘোষণা দিয়েছে। এতে তার জীবন হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন চট্টগ্রাম-১১ আসনের এই সাংসদ।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের সময় বন্দর আসনের সংসদ সদস্য লতিফের নামে স্থাপিত বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ধরা পড়ে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় যুব ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। এরপর আওয়ামী লীগের এই সংসদ সদস্যের বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়।

সংসদ সদস্য লতিফ শুরুতে বিকৃতির অভিযোগ অস্বীকার করলেও সমালোচনার মুখে পরে সংবাদ সম্মেলন করে জানান, বিলবোর্ডের ডিজাইনার ছবি বিকৃতি করেন। ওই ডিজাইনার এ ঘটনার জন্য দায়ও স্বীকার করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন