News71.com
 Bangladesh
 23 Nov 24, 11:10 PM
 11           
 0
 23 Nov 24, 11:10 PM

সংসদের আগেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ॥

সংসদের আগেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ॥

নিউজ ডেস্কঃ আগে সংস্কার করে পরে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন চায় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিটি। সংস্কার কমিটির ভাবনায় রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে পার্লামেন্টারি সিস্টেম চালু করা। সংস্কার কমিটি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশ এসেছে। আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে টেলিভিশনের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সংস্কার কমিটির সদস্য ড. তোফায়েল আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা নাগরিক সমাজের সঙ্গে যে মতবিনিময় করেছি, সেখানে প্রায় সকলের অভিমত হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হওয়া উচিত। কারণ, স্থানীয় নির্বাচন করার কারণে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। তাদের টেস্ট হয়ে যাবে। এ ছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে, তা নিশ্চিত হয়ে যাবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন