News71.com
 Bangladesh
 18 Feb 16, 11:12 AM
 849           
 0
 18 Feb 16, 11:12 AM

বুদ্ধিজীবিদের নিয়ে কটুক্তি করায় বিএনপি নেতা গয়েশ্বরকে আদালতের তলব।।

বুদ্ধিজীবিদের নিয়ে কটুক্তি করায় বিএনপি নেতা গয়েশ্বরকে আদালতের তলব।।

নিউজ ডেস্ক : একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে মানহানির এক মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে তলব করেছে আদালত। ওই মামলার বিষয়ে পুলিশের প্রতিবেদন হাতে পাওয়ার পর আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নুরু মিয়া এই আদেশ দেন। নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে গয়েশ্বরকে আগামী ১৬ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন বিচারক।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মণীন্দ্র কুমার নাথ গত ২১ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরের বিরুদ্ধে আদালতে মানহানির এই অভিযোগ আনেন। সেদিন তার বক্তব্য শুনে শাহবাগ থানার ওসিকে বিষয়টি কদন্তের নির্দেশ দেন মহানগর হাকিম আমিনুল ইসলাম।

বাদীর আইনজীবী তপো গোপাল ঘোষ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“শাহবাগ থানার পুলিশ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে। এর প্রেক্ষিতেই মহানগর হাকিম তাকে (গয়েশ্বর চন্দ্র রায়) আদালতে হাজির হতে বলেছেন।”

গত বছর ২৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের জন্য দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী মানহানির এই মামলা করা হয়। ওই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে বলেন, তারা ‘নির্বোধের মতো’ মারা গিয়েছিলেন।

এর আগে গত ২১ ডিসেম্বর রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ওই মন্তব্যের কারণে এক আইনজীবীর করা রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়ে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। খালেদাকে আগামী ৩ মার্চের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার।

খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী, যিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন