নিউজ ডেস্কঃ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে হওয়া বিক্ষোভ মিছিল থেকে আতাউর রহমান (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। ওই যুবকের বাম হাতে একটি সুতা বাঁধা ছিল। আটক আতাউর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মাদারি পাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে বলে জানা গেছে। তাকে সন্দেহভাজন হিসেবে আটক দেখানো হয়েছে। পুলিশ জানায়, জুমার নামাজ শেষে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে সাভার উপজেলা উলামা পরিষদ। বিক্ষোভ মিছিলে আটক যুবকের বাম হাতে একটি সুতা বাঁধা ও ডান হাতে একটি ছুরি দেখতে পায় অন্যান্য বিক্ষোভকারীরা। এসময় অন্যান্য বিক্ষোভকারীদের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।