নিউজ ডেস্কঃ বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ওপরে উঠে এসেছে। বেড়েছে দূষণের মাত্রাও। অস্বাস্থ্যকর বাতাস নিয়ে অবস্থান পঞ্চমে, দূষণের মাত্রা ১৬৭। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ভিয়েতনাম ও কাজাখস্তান। আজ শনিবার সকাল ৬টায় বাতাসের এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।
যেভাবে মাপা হয় বায়ুদূষণের মাত্রা
—০—৫০: ভালো
—৫১—১০০: সন্তোষজনক
—১০১—২০০: মাঝারি
—২০১—৩০০: খারাপ
—৩০১—৪০০: খুব খারাপ
—৪০১—৪৫০: ভয়ানক
—৪৫০ +: অতি ভয়ানক
সূচকের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা দিল্লির দূষণের মাত্রা ৩৫০, যা খুবই খারাপ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণের মাত্রা ২৭১। এই শহরে দূষণ খারাপ পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে উঠে এসেছে নর্থ ভিয়েতনামের হানোই শহর, সেখানে আজ দূষণের মাত্রা ২০৬। কাজাখস্তানের আস্তানা বায়ুদূষণের শীর্ষ চতুর্থ অবস্থানে, যেখানে দূষণের মাত্রা ১৯২, সে অনুযায়ী এই শহরে দূষণের মাত্রা মাঝারি পর্যায়ে রয়েছে।