News71.com
 Bangladesh
 30 Nov 24, 09:26 AM
 93           
 0
 30 Nov 24, 09:26 AM

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ॥

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১৪১৪ নম্বর ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে সাময়িক বন্ধ কয়লা উত্তোলন। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকে কয়লা উৎপাদন বন্ধ করা হয়।বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। খনি সূত্র জানা যায়, চলতি বছরের গত ৭ আগস্ট থেকে ১৪১৪ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। শুক্রবার ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে সাময়িক বন্ধ করা হয় কয়লা উত্তোলন। নতুন ফেইসে ১৩০৫ কয়লা উত্তোলনের প্রস্তুতিমূলক কারিগরি কাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করতে আনুমানিক দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন