News71.com
 Bangladesh
 30 Nov 24, 09:32 AM
 32           
 0
 30 Nov 24, 09:32 AM

লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল॥ সাক্ষাত হবে তারেক রহমানের সঙ্গে

লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল॥ সাক্ষাত হবে তারেক রহমানের সঙ্গে

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীম আজ শনিবার লন্ডন যাচ্ছেন। সেখানে তিনি ১০ দিন অবস্থান করবেন এবং ১১ ডিসেম্বর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার। জানা গেছে, মির্জা ফখরুল রাজনৈতিক সফরে লন্ডন যাচ্ছেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ারও কথা রয়েছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সরকারের সংস্কারের উদ্যোগে সহযোগিতা করছে। তবে, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হলেও তারা নির্বাচনের বিষয়ে কোনো রোডম্যাপ দেয়নি, যা নিয়ে বিএনপির মধ্যে আলোচনা চলছে। বিএনপি শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবিতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন