News71.com
 Bangladesh
 30 Nov 24, 10:51 PM
 45           
 0
 30 Nov 24, 10:51 PM

পোশাক নিয়ে নারীদের ওপর জোর খাটানো হবে না॥ জামায়াত আমির

পোশাক নিয়ে নারীদের ওপর জোর খাটানো হবে না॥ জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পোশাক নিয়ে মহিলাদের ওপর কোন প্রকার জোর খাটানো হবে না। কোনো বোন যদি পোশাকের বাইরে থাকেন, আমরা কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো ওপর জোর খাটানো হবে না।শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। জামায়াতের আমির বলেন, ‘আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। বলে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের ঘর থেকে বের হতে দেবে না। যদিও দেয়ও, জোর করে বোরকা পরাবে।’ ‘জোর করা লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, সে দেশে মায়েরা আনন্দের সঙ্গে তাদের সম্মানের ও মর্যাদার পোশাক পরবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন