News71.com
 Bangladesh
 30 Nov 24, 10:54 PM
 39           
 0
 30 Nov 24, 10:54 PM

গাজীপুরে শ্রমিক অসন্তোষ॥৩ বাসে আগুন, মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক অসন্তোষ॥৩ বাসে আগুন, মহাসড়ক অবরোধ

 


নিউজ ডেস্কঃ গাজীপুরের গাছা থানাধীন তারগাছ এলাকায় বাসের ধাক্কায় কারখানার নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত শ্রমিকরা শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনাটি ঘটে। গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, তারগাছ এলাকায় অনন্ত ক্যাজুয়াল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী বাসের ধাক্কায় আহত হন। এ ঘটনায় কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা তিনটি বাসে অগ্নিসংযোগ করে। এছাড়াও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে শ্রমিকরা তাদের বাধা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, উত্তেজিত শ্রমিকরা কিছু যানবাহন ভাঙচুর করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এছাড়াও তিন থেকে চারটি বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন