নিউজ ডেস্কঃ বিগত ১৮ বছরে আওয়ামী লীগ ও ওয়ান ইলেভেনের সময়ে বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে তালিকা হচ্ছে। যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে মামলাগুলো প্রত্যাহার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে হওয়া মামলাগুলো ইতোমধ্যে প্রত্যাহার শেষ হয়েছে। পুরনো মামলাগুলোর মধ্যে বিচারিক প্রক্রিয়াতেও কিছু মামলা নিষ্পত্তি করা হয়েছে। তবে মোট মামলার তুলনায় সেই সংখ্যা খুবই কম।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় চলতি বছর ১ জানুয়ারি ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। পরবর্তীতে গত ৭ আগস্ট ঢাকার শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল আপিল মঞ্জুর করে তার সাজা বাতিলের রায় দেন। দুই মামলায় দণ্ড দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। সেখান থেকে পরে চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই প্রায় আড়াই বছর পর সরকারের নির্বাহী আদেশে তিনি মুক্তি পান। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই এই দুই মামলায় রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে তার দণ্ড বাতিল করে প্রজ্ঞাপন জারি করেন।