News71.com
 Bangladesh
 02 Dec 24, 09:23 AM
 44           
 0
 02 Dec 24, 09:23 AM

দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই॥ মুক্তিযোদ্ধাদের সন্মাননায় সেনাপ্রধান

দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই॥ মুক্তিযোদ্ধাদের সন্মাননায় সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে দিন-রাত আইনশৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন সেনাসদস্যরা। সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় আমরা নিতে যেতে চাই।রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। জাতিসংঘ মিশনে বিশ্ব শান্তিরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। দুর্যোগে ত্রাণ বিতরণেও কাজ করছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশের ক্রান্তিলগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব। একটা শান্তি-সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন