নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, প্রশাসন ঠিক না করে, রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছরের আগে আমরা কোনো নির্বাচন চাই না। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে’। পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে রোববার বিকেল দলীয় কার্যালয় চত্বরে ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্খার রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা মনে করেন কি সব ভালো হয়ে যাবে? সবকিছু পরিবর্তন হয়ে যাবে? আমাদের কষ্ট হয় শেখ হাসিনার পতন দেখেও এদের শিক্ষা হয়নি। কোনো কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দর ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও কর্মকাণ্ড আওয়ামী লীগ যা করেছিল, আওয়ামী লীগের নেতারা যা করেছিল ঠিক তারাও তা-ই করছেন। সরকারি কৌঁসুলি নিয়োগকে কেন্দ্র করে কতিপয় আইনজীবী আদালতে তাণ্ডব চালিয়েছে। আমি আইন উপদেষ্টাকে, আইন মন্ত্রণালয়কে অনুরোধ করছি যারা আদালতকে ভাঙচুরের সাহস দেখিয়েছে তাদের আইনজীবী সনদ বাতিল করা হোক।