News71.com
 Bangladesh
 10 Dec 24, 10:09 AM
 60           
 0
 10 Dec 24, 10:09 AM

টেকনাফে এপিবিএন ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ॥আহত ১৪

টেকনাফে এপিবিএন ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ॥আহত ১৪

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে ক্রিকেট খেলার বল আনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত ১৬ এপিবিএনের সদস্যদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় নারী-পুরুষ ও পুলিশসহ ১৪ জন আহত হয়েছেন। সোমবার বিকাল ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাংয়ের রইক্ষ্যং এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্থানীয়রা হলেন— টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যংয়ের আবুল কাসেম, আবুল হোসেন, মো. শরিফ, রোকেয়া বানু, আছিয়া খাতুন, ছেনুয়ারা বেগম, মাইন উদ্দিন, মো বেলাল উদ্দিন, জয়নাল আবেদিন, দেলোয়ারা বেগম, রিনা আক্তার।আহত স্থানীয় তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে। আহত এপিবিএন সদস্যরা হলেন— কনস্টেবল মো. দেলোয়ার, রনি ও রবিউল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত এএসআই নুরুন্নবী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন