News71.com
 Bangladesh
 12 Dec 24, 12:17 AM
 5           
 0
 12 Dec 24, 12:17 AM

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল পরিবর্তন॥

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল পরিবর্তন॥

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে রাতের ফ্লাইটের শিডিউল পরিবর্তন করে আধা ঘণ্টা আগে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে দুটি প্লেন। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া জানান, কুয়াশার কারণে রাতের দুটি ফ্লাইট আধা ঘণ্টা এগিয়ে নিয়ে রাত ৮টার মধ্যে উড্ডয়ন করেছে।সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বুধবার (১১ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্লেন চলাচলে কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন হলেও বর্তমানে রয়েছে মাত্র ২০০ মিটার। এ অবস্থায় রাতের দুটি ফ্লাইটের শিডিউল এগিয়ে নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।এদিকে প্রচণ্ড ঠান্ডা যেন শরীরে হুল ফুটাচ্ছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রিকশাচালক আহাদ আলী (৬৩) বলেন, হামরা গরিব মানুষগুলো জারত মরি যাইছি। হামার পেকে এনা নজর দেন ব্যাহে। তিনি জেলার সৈয়দপুর শহরের হাতিখানার বাসিন্দা। গোটা নীলফামারীর জনপদের মানুষ ও প্রাণীকুল ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন