News71.com
 Bangladesh
 02 Jan 25, 10:48 AM
 22           
 0
 02 Jan 25, 10:48 AM

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ॥

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ॥

নিউজ ডেস্ক: হালনাগাদ শেষে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। তালিকা প্রকাশের পর আপত্তি সংশোধন শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম।এ উপলক্ষে আজ সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে তিনি বলেছেন, এ পর্যন্ত ১৭ লাখ ভোটারের তথ্য ইসির হাতে আছে, তারা ২ জানুয়ারি সেটা সন্নিবেশ করবেন। তবে পূর্ণাঙ্গ হলে এই সংখ্যা ৪৫ লাখ পর্যন্ত হতে পারত বলেও জানান তিনি।নির্বাচন কমিশনার আরও বলেন, যারা বাদ পড়েছেন, বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্যও সংগ্রহ করা হবে। চলতি বছরের মার্চের পর থেকে হাতে নেওয়া হবে এই কার্যক্রম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন