নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডে সাতটি দোকানঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জমিদারহাট বাজারে এ ঘটনা ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
বাজারের ব্যবসায়ীরা জানান, ঘটনার সময় বাজারের একটি টিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে বাজারের বাহার উদ্দিনের টিনের দোকান, জাকেরের চা দোকান, আজাদ উদ্দিনের লেপ-তোষকের দোকান ও মো. শরীফের ওষুধের ফার্মেসিসহ সাতটি দোকানঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে তারা ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতির শিকার হন।
রামগতি ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মহিন উদ্দিন জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।