নিউজ ডেস্ক: ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্বিবেচনায় আগামী ৯ জানুয়ারি সভায় বসবে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তাঁর দপ্তরে ওই দিন বেলা সাড়ে ১১টায় এই সভা হবে জানিয়ে আজ রোববার নোটিশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা। নোটিশে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশ করা ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯৬ প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২৭ প্রার্থী সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাঁদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। নোটিশে আরও বলা হয়, ‘এ প্রার্থীরা তাঁদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।’