নিউজ ডেস্ক: ঢাকার বাতাসে আজও ভয়ানক দূষণ। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে সর্বোচ্চ বায়ুদূষণ ঢাকায়। আজ বাতাসে যে দূষণ রয়েছে, তা সংবেদনশীল মানুষের জন্য তো বটেই, সুস্থ ব্যক্তিদের জন্য অনেক ক্ষতিকর। সকালে ঢাকার বায়ুমান পরিমাপ করা হয়েছে ২৬৬। খুবই অস্বাস্থ্যকর বাতাস নিয়ে দূষণের তালিকায় রয়েছে ইরাকের বাগদাদ শহরও, সকালে যার বায়ুমান ছিল ২৫৩। এ ছাড়া শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর, নেপালের কাঠমান্ডু ও পাকিস্তানের লাহোর। আজ সোমবার সকাল ৬টার হিসাবে শহরগুলোর বাতাসের এই অবস্থা ছিল। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।