News71.com
 Bangladesh
 10 Jan 25, 10:28 PM
 45           
 0
 10 Jan 25, 10:28 PM

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না॥বিএনপিনেতা আমীর খসরু

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না॥বিএনপিনেতা আমীর খসরু

নিউজ ডেস্ক: ‘খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি আজ অনেক শক্তিশালী দল। আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার।’ শুক্রবার (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন মন্তব্য করেন। আমীর খসরু বলেন, ‘গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই ’। এ সময় তিনি আরও বলেন, ‘আন্দোলন একদিনে হয়নি। আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা।’ এরআগে, বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা। তারা জানান, আওয়ামী লীগের মামলা, গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশত্যাগ করে যুক্তরাষ্ট্র চলে যান। পরে প্রবাসে দল গঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সরকার পতনের পর দেশে ফিরে বিএনপিকে সুগঠিত করায় ভূমিকা রাখার পরিকল্পনা তাদের। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন