নিউজ ডেস্ক: ক্ষমতার প্রভাব ও বিভিন্ন অনিয়ম জালিয়াতি করে ইসলামী ব্যাংক চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে এক হাজার ১১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামী করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম ভ্রাতৃদ্বয়কে। উল্লেখ্য, আহসানুল আলম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা বোর্ডের সাবেক চেয়ারম্যান । গতকাল বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রামু-১ এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, জাল জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড সুপার ট্রেডার্স প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ অক্টোবর সময়ের মধ্যে আসামীরা পরস্পর যোগসাজশে উক্ত টাকা আত্মসাৎ করেছেন।