নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপিলের উপর আজ বুধবার রায় ঘোষণা করা হবে।খালেদা জিয়াসহ অন্যান্য আপিলকারীদের আপিল শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার এ দিন ধার্য করে দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ। আপিলে সাজার রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়েছে।রায়ের দিন ধার্যের পর খালেদা জিয়ার কৌসুলি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অসৎ উদ্দেশ্যে খালেদা জিয়া ও তার পরিবারকে ভিকটিম করতেই অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়। শেখ হাসিনার ব্যক্তিগত জিঘাংসা ও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই করা মামলায় অন্যায়ভাবে খালেদা জিয়া, তারেক রহমানকে সাজা দেয় তথাকথিত মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত। সাজা দেওয়ার পর ২০০ বছরের পুরনো একটি বাড়িতে খালেদা জিয়াকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে যাতে বিএনপি চেয়ারপার্সন অংশ নিতে না পারেন সেজন্য তার আপিল দ্রুত শুনানির নির্দেশ দেয় তৎকালীন আপিল বিভাগের বিচারকরা। এসব করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনার শাসনকে দীর্ঘায়িত করতে। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আশা করছি সকল আসামি এই মামলা থেকে খালাস পাবেন।